‘বিশ্বকাপের পর আবার শুটিং শুরু করব’
সাফা কবির ও ইয়াশ রোহানকে নিয়ে পরিচালক মাবরুর রশীদ বান্নাহ নির্মাণ করেছেন নাটক ‘সুখ’। নাটকটিতে আরো অভিনয় করেছেন সুজাত শিমুল, সিয়াম নাসির প্রমুখ। নাটকটি আজ বুধবার ঈদের পঞ্চম দিন রাত ৮টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে। নাটকটি নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন বান্নাহ।
এনটিভি অনলাইন : নাটকের নাম ‘সুখ’ কেন?
মাবরুর রশীদ বান্নাহ : কারণ নাটকের পুরো গল্পে সুখের ব্যাপার আছে। আমার মনে হয়, নাটকের গল্প দর্শকের ভালো লাগবে।
এনটিভি অনলাইন : ‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয় করে সবার পরিচিত পেয়েছিলেন ইয়াশ রোহান। তাঁকে নিয়ে নাটকের কাজের অভিজ্ঞতা কেমন ছিল?
মাবরুর রশীদ বান্নাহ : মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। আমি যেমনটা চেয়েছি ইয়াশকে সেটা ভালোভাবে বুঝিয়েছিলাম। শেষপর্যন্ত ইয়াশ চেষ্টা করেছে তার সেরা অভিনয়টা দেওয়ার। ভালো অভিনয় করেছে সে।
এনটিভি অনলাইন : নাটকটির শুটিং কোথায় হয়েছিল?
মাবরুর রশীদ বান্নাহ : ঢাকার আশপাশে শুটিং করেছি। এ ছাড়া নারায়ণগঞ্জ ও শীতলক্ষা নদীর পাড়ে নাটকটির শুটিং করেছি। নাটকে একই ধরনের লোকেশন আমার পছন্দ নয়। তাই বিভিন্ন জায়গায় শুটিং করেছি। শীতলক্ষা নদীর পাড়ে শুটিং করার অভিজ্ঞতা দারুণ ছিল। যখন শুটিং করেছি তখন অনেক গরম ছিল। সবমিলিয়ে অভিজ্ঞতা খারাপ ছিল না।
এনটিভি অনলাইন : আপনার এই নাটকে দর্শক নতুনত্ব কোন বিষয়গুলো পাবে?
মাবরুর রশীদ বান্নাহ : আমার আর্টিস্ট কাস্টিং দর্শকের জন্য বড় চমক থাকবে। ইয়াশ ও সাফা প্রথমবারের মতো একসঙ্গে এই নাটকে অভিনয় করেছে। অন্যদিকে, ইয়াশ একেবারে নতুন। এই ধরনের গল্পে আমি সাধারণত মেহজাবীন ও ইরফান সাজ্জাদকে নিয়ে কাজ করি কিন্তু এবার সেটা করিনি।
এনটিভি অনলাইন : ঈদের ছুটি কাটিয়ে আবার কবে শুটিং শুরু করবেন?
মাবরুর রশীদ বান্নাহ : বিশ্বকাপের পর আবার শুটিং শুরু করব। এর মধ্যে নতুন কাজের শুটিং করার ইচ্ছে নেই। বাসায় বসে আরাম করে খেলা দেখতে চাই।
এনটিভি অনলাইন : শেষ প্রশ্ন। আপনি কোন দল সমর্থন করছেন?
মাবরুর রশীদ বান্নাহ : অবশ্যই ব্রাজিল। আমি ব্রাজিলের পাগল ভক্ত।