জব্দ করা জাটকা পেল শিক্ষার্থীরা
মুন্সীগঞ্জ শহরের কাছে ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে জব্দ করা প্রায় চার হাজার ৮০ কেজি জাটকা স্থানীয় এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে কয়েকটি যাত্রীবাহী লঞ্চ থেকে এসব জাটকা জব্দ করে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর।
সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. শাহজাদা খসরু জানান, নারায়ণগঞ্জের পাগলা কোস্টগার্ডের পেটি অফিসার মো. খলিলুর রহমানের সঙ্গে যৌথ অভিযানে যান তিনি। ভোরে মুন্সীগঞ্জ শহরের কাছে ধলেশ্বরী নদীতে বরিশাল থেকে ঢাকাগামী এমভি গাজী-১, এমভি প্রিন্স অব বরিশাল, এমভি মর্নিং সান ও এমভি পূবালী নামে চারটি লঞ্চে অভিযান চালানো হয়। এসব লঞ্চ থেকে প্রায় চার হাজার ৮০ কেজি ওজনের ১২ ঝুড়ি জাটকা ইলিশ জব্দ করা হয়।
শাহজাদা জানান, প্রতি কেজি ২৫০ টাকা হিসাবে এসবের বাজারমূল্য প্রায় নয় লাখ ৪৩ হাজার টাকা। পরে জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।