চাঁদপুরে অটোচালক হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড
চাঁদপুরের হাইমচর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাচালক সোহেল খান (২২) হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান এ রায় দেন।
দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন আক্তার হোসেন, খলিলুর রহমান ও রাসেল এলাহী। তাঁদের বাড়ি হাইমচরের বাজায়াপ্তি এলাকায়। রায় দেওয়ার সময় তাঁরা আদালতে ছিলেন না।
মামলার এজাহারে জানা যায়, ২০১৪ সালের ১৪ এপ্রিল হাইমচরের বাজায়াপ্তি এলাকায় সোহেলের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। ২৪ এপ্রিল সোহেরের বাবা আলম খান ২৮ জনকে আসামি করে হাইমচর থানায় হত্যা মামলা দায়ের করেন।
প্রথমে মামলার দায়িত্ব পালন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম সরকার। পরে আবদুল হালিমের বদলিজনিত কারণে এসআই প্রেমানন্দ একই বছরের ১৩ সেপ্টেম্বর সাজাপ্রাপ্ত তিনজনের সম্পৃক্ততা থাকার কথা উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ মঙ্গলবার আদালত তিন আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। পুলিশ তাঁদের এখনো গ্রেপ্তার করতে পারেনি।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আমান উল্লা ও মোস্তাক আহমেদ।