রম্য
অভিনয় যার যার, ব্রাজিল সবার : নেইমার
ফুটবল বিশ্বকাপ জ্বরে কাঁপছে দেশ। ফুটবল তারকারা তাঁদের খেলা দিয়ে মুগ্ধ করে চলছেন দর্শককে। আর তাই হাস্যরস সিদ্ধান্ত নিয়েছে, ফুটবল তারকাদের উৎসাহ দিতে তাঁদের কাল্পনিক সাক্ষাৎকার নেবে। প্রিয় পাঠক, আজ পড়ুন ব্রাজিলীয় ফুটবল তারকা নেইমারের সাক্ষাৎকার।
হাস্যরস : কেমন আছেন?
নেইমার : ভালো আছি।
হাস্যরস : ভালো আছেন নাকি ভালো থাকার অভিনয় করছেন? অনেকে তো বলে, মধ্যবিত্ত বেকার ছেলেদের জীবন ‘নেইমার’-এর মতো। প্রতিনিয়ত অভিনয় করে চলতে হয়।
নেইমার : বুঝতে পারছি, আপনি আর্জেন্টিনার পক্ষের শক্তি। এ জন্য আমার সঙ্গে মজা নিচ্ছেন।
হাস্যরস : আমি আর্জেন্টিনা সমর্থন করি না। আমি নির্দলীয়-নিরপেক্ষ। তবে আপনার অভিনয় প্রমাণিত হয়েছে, যা আমরা টিভির মাধ্যমে দেখেছি।
নেইমার : টিভিতে যা দেখবেন, তাই বিশ্বাস করে ফেলবেন? এইগুলা ‘ইডিট’ করা যায় ভাই!
হাস্যরস : কৌতূহল থেকে জানতে চাচ্ছি, সেদিন আপনি কোস্টারিকার সঙ্গে গোল করেছেন, নাকি গোল করার অভিনয় করেছেন?
নেইমার : আপনি কথায় কথায় আমাকে অভিনয় অভিনয় বলে খোঁচা দিচ্ছেন ক্যান?
হাস্যরস : বিতর্কিত মন্তব্য চাচ্ছি। যেটা দিয়ে হেডলাইন করব। বুঝতেই তো পারছেন লেখা হিট করার ধান্ধা।
নেইমার : অভিনয় যার যার, ব্রাজিল সবার।
হাস্যরস : এটা কী?
নেইমার : হেডলাইন। এটা হেডলাইন করলে পাঠক হেব্বি খাবে। অনেকটা আমরা যেমন জার্মানির সঙ্গে ৭ গোল খেয়েছি।
হাস্যরস : ৭ গোলের প্রসঙ্গ যেহেতু এলো সেহেতু বলি, ৭ গোল খাওয়ার পর আপনার অনুভূতি কেমন ছিল?
নেইমার : তখন আমি ঘুমে থুক্কু ইনজুরিতে ছিলাম ভাই। গোলের হিসাব ছিল না।
হাস্যরস : সেকেন্ড রাউন্ডে জার্মানির সঙ্গে মুখোমুখি হলে কি আবার সাত গোল খাবেন?
নেইমার : কখনই জার্মানি সেকেন্ড রাউন্ডে সাত গোল দিতে পারবে না। দরকার হলে আমরা প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়ে নেব।
হাস্যরস : হাস্যরসে সাক্ষাৎকার দিয়ে কেমন লাগল?
নেইমার : পেনাল্টি দিয়ে আবার সেটা রেফারি ফিরিয়ে নেওয়ার পর যেমন লাগছিল, অনেকটা তেমন।