মানিকগঞ্জে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু
মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের মাধবপুর গ্রামে বজ্রপাতে আজ বৃহস্পতিবার সকালে মনির হোসেন নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। মনির ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, নিজ বাড়িতে ঘর নির্মাণের কাজ করছিলেন মনির। ওই সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হয়। এতে তাঁর শরীরের বেশির ভাগ অংশ ঝলসে যায়। দ্রুত মানিকগঞ্জ জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।