ময়মনসিংহে রেলওয়ে ওভারব্রিজে ধাক্কা খেয়ে নিহত ১
ময়মনসিংহ শহরের কেওয়াটখালি রেলওয়ে ওভারব্রিজে ধাক্কা খেয়ে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সেনাবাহিনীর এক সদস্যসহ দুজন। আজ শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁর লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল আহাদ খান জানান, আজ ভোররাত ৪টার দিকে হাওর এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ জংশনে প্রবেশ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন মোতালেব ও যশোর ক্যান্টনমেন্টে কর্মরত সেনাবাহিনীর সৈনিক আবু শাহীন। প্রাথমিকভাবে তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শাহীনকে ময়মনসিংহ ক্যান্টনমেন্ট হাসপাতালে স্থানান্তর করা হয়।