ছোটদের ইউটিউব!
এবার বাচ্চারা একটু শান্তি পাবে। বাবা-মায়ের টেনশনটাও কমবে। ইউটিউবে কী দেখতে কী দেখে ফেলবে সেই চিন্তা আর করতে হবে না। কারণ বাচ্চাদের জন্যই আলাদা ইউটিউব অ্যাপ্লিকেশন আনা হচ্ছে। ‘ইউটিউব কিডজ’ নামের এই অ্যাপ্লিকেশনটি তৈরি করা হয়েছে স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য।
রয়টার্সের খবর থেকে জানা যায়, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে গুগল স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করে নেওয়া যাবে অ্যাপটি। আর এই অ্যাপ্লিকেশনে শুধু শিশুদের জন্য উপযুক্ত ভিডিওগুলোই দেখা যাবে।
বাচ্চাদের কথা মাথায় রেখে অ্যাপটিকে করা হয়েছে শিশুবান্ধব। তাই তো এর আইকনগুলো বেশ বড় আকৃতির করা হয়েছে। ফন্টগুলোও বড় করা হয়েছে। স্ক্রল করে বেশিদূর যেতে হবে না কারণ ভিডিও সাজেশনগুলো থাকবে কাছাকাছি।
ইউটিউবের যে অ্যাপটি বর্তমানে চালু রয়েছে, তার চেয়ে একেবারেই আলাদা হবে ইউটিউব কিডজ। এখানে শিশুদের উৎসাহে লাগাম টানার অধিকার পাবেন অভিভাবকরা। শিশুদের হাতে মোবাইল বা ট্যাব ছেড়ে দেওয়াটা তো বুদ্ধিমানের কাজ নয়। আর সে কারণেই টাইমার সেট করতে পারবেন অভিভাবকরা। তাদের হুকুম মেনে নির্দিষ্ট সময় পরে আর অ্যাপটি বন্ধ হয়ে যাবে।
ইউটিউবের পক্ষ থেকে এক মুখপাত্র ছোটদের ইউটিউব প্রকাশের কথাটি স্বীকার করেছেন। ইউটিউব বা গুগল এবং ফেসবুক ব্যবহার করতে নির্দিষ্ট বয়সী হতে হয়। ১৩ বছরের নিচে কেউ এসব সার্ভিসে অ্যাকাউন্ট খুলতে পারেন না।