৩২১ বোতল ফেনসিডিলসহ আটক ২
খুলনায় ৩২১ বোতল ফেনসিডিলসহ একটি মাইক্রোবাসের চালক ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে নগরীর জিরো পয়েন্ট থেকে হরিণটানা থানা পুলিশ তাঁদের আটক করে।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) মুখপাত্র সহকারী কমিশনার মনিরুজ্জামান জানান, হরতাল-অবরোধের কারণে সাধারণত স্বাভাবিক ডিউটি করে না পুলিশ। এই সুযোগে একটি মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ ফেনসিডিল আনা হচ্ছে এমন খবরের ভিত্তিতে পুলিশ জিরো পয়েন্টে তল্লাশি চৌকি বসায়। গতকাল রাত ১২টার দিকে একটি মাইক্রোবাস সাতক্ষীরা থেকে জিরো পয়েন্টে এলে পুলিশ তল্লাশি চালায়। গাড়ির ভেতরে ৩২১ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পুলিশ গাড়িচালক রুহুল আমিন ও তাঁর সহযোগী আল আমিনকে আটক করে। তারা স্বীকার করেছেন ফেনসিডিলের বোতলগুলো সাতক্ষীরা সীমান্ত থেকে ঢাকার উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। এ ব্যাপারে হরিণটানা থানায় একটি মামলা হয়েছে।