অবশেষে উদ্বোধন করা হলো ফেনী হাসপাতালের নতুন ভবন
নির্মাণকাজ শেষ হওয়ার সাড়ে চার বছর পর অবশেষে উদ্বোধন করা হয়েছে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের নতুন ভবন। আজ সোমবার দুপুরে ভবনটির উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
নতুন ভবনটি ব্যবহার করা হলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের আসন পাওয়াসহ চিকিৎসাসেবা সুষ্ঠুভাবে পরিচালনা করা সহজ হবে বলে আশা করছেন সাধারণ লোকজন।
হাসপাতালটিতে ফেনী জেলা ছাড়াও কুমিল্লার চৌদ্দগ্রাম, নোয়াখালীর সেনবাগ, চট্টগ্রামের মীরসরাই, খাগড়াছড়িসহ বিভিন্ন স্থান থেকে লোকজন চিকিৎসাসেবা নিতে আসেন। প্রতিদিন গড়ে সাড়ে ৩০০ থেকে ৪০০ রোগী হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের বহির্বিভাগ থেকে প্রতিদিন অন্তত এক হাজার মানুষ চিকিৎসাসেবা নেন। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় আহত রোগীদেরও এ হাসপাতালে চিকিৎসা দিতে আনা হয়।
অব্যাহত রোগীর চাপ সামলাতে সুষ্ঠুভাবে চিকিৎসাসেবা চালাতে ২০০৭ সালের ২০ ফেব্রুয়ারি প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয়। ২০১০ সালের মাঝামাঝি সময়ে ৯৫ ভাগ কাজ শেষ হয়ে যায় এবং ঠিকাদারকে ১০ কোটি ৩৪ লাখ টাকা পরিশোধ করা হয়। এর পর থেকে ঠিকাদারের গাফিলতির কারণে আর বাকি কাজ শেষ হয়নি। বিদ্যুৎ সংযোগ না দেওয়ায় নতুন ভবন হস্তান্তর করা যাচ্ছিল না। ফলে হাসপাতালে লাগানো শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র, বৈদ্যুতিক লাইনসহ বিভিন্ন যন্ত্রপাতি, মালামাল নষ্ট হয়ে যাচ্ছিল। অন্যদিকে পুরনো ভবনে স্থান সংকুলানের অভাবে চিকিৎসা নিতে আসা রোগীদের চাপ সামলানো কঠিন হয়ে পড়ে।
বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ পাওয়ার পর বিদ্যুৎ সংযোগ দেওয়াসহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আজ নতুন ভবনটির উদ্বোধন করা হলো।
ফেনীর সিভিল সার্জন ডা. মো. ইউছুফের সভাপতিত্বে আজ উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. রেজাউল হক, স্বাস্থ্য বিভাগের চট্টগ্রামের পরিচালক ডা. মো. আলাউদ্দিনসহ অন্যরা বক্তব্য দেন।