শ্রীনগরে বাসচাপায় স্কুলছাত্র আহত, বাস ভাঙচুর
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে আজ সোমবার বাসের চাপায় এক স্কুলছাত্র আহত হয়। এর প্রতিবাদে হাঁসাড়ার কালী কিশোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে একাধিক বাস ভাঙচুর করে। এ কারণে মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
পুলিশ জানায়, আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে হাঁসাড়া এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে সেবা পরিবহনের ঢাকাগামী একটি বাসের চাপায় কালী কিশোর উচ্চ বিদ্যালয়ের এক ছাত্র গুরুতর আহত হয়। তার নাম জানা যায়নি।
ঘটনার পরপর ওই ছাত্রকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মনির হোসেন। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ঘটনার প্রতিবাদে হাঁসাড়া কালী কিশোর উচ্চ বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে হাঁসাড়া এলাকায় মহাসড়কে অবরোধ সৃষ্টি করে তিন-চারটি বাস ভাঙচুর করে। মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে এক ঘণ্টা পর হাইওয়ে ফাঁড়ি পুলিশ শিক্ষার্থীদের শান্ত করে। বেলা ১১টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।