পুরস্কার ও বৃত্তি পেল কুষ্টিয়ার কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা
কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে হয়ে গেল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও বৃত্তি প্রদান অনুষ্ঠান। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় স্কুলমাঠে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। এরপর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির টাকা ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও প্রধান অতিথি পুলিশ সুপার প্রলয় চিসিম শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেহেনা সুলতানা, সহকারী প্রধান শিক্ষক আফরোজা আক্তার ডিউ প্রমুখ।