পেট্রলবোমা, ইয়াবাসহ আটক ৪
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পূর্ব কুতুবপুরে পেট্রলবোমা, ককটেল, ইয়াবাসহ চারজনকে আটক করেছে র্যাব ১১-এর একটি দল। আজ বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়।
র্যাব ১১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম কবির এনটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১০টার দিকে র্যাবের একটি দল বেগমগঞ্জের পূর্ব কুতুবপুর ইউনিয়নের ব্যাপারি বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির পাশের সুপারিবাগানে পাঁচটি পেট্রলবোমা, ১৭টি ককটেল, ২০০টি ইয়াবাসহ চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ময়মনসিংহের হুমায়ুন কবির ও জাকির হোসেন, শেরপুরের দেলোয়ার হোসেন ও ব্রাহ্মণবাড়িয়ার কাজী এরশাদ। আটক চারজনকে দুপুরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ছাড়া আজ বিকেলে বেগমগঞ্জ থানার চৌমুহনী থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক সাংবাদিকদের এ কথা জানান। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।