বিএনপি ব্যাঙের মতো ডাক দেয় : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘আওয়ামী লীগকে আর চূড়ান্ত আন্দোলনের কথা বলে লাভ নেই। নিজেরা রাজপথে নামতে পারে না। কোথায় গর্তের মধ্যে লুকিয়ে থেকে ওই ব্যাঙের মতো একটা, দুইটা করে ডাক দিয়ে চুপ করে একটা বিবৃতি পাঠিয়ে দিয়ে লুকিয়ে থাকেন- এনারা করবেন সরকার পতনের চূড়ান্ত আন্দোলন?’
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, খালেদা জিয়া চার বছর ধরেই সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিয়ে আসছেন। সেই চূড়ান্ত আন্দোলনের ফল বা কর্মকাণ্ড জনগণ দেখেছে।
হানিফ বলেন, ‘জনসমর্থন নেই বলে বিদেশি প্রভুর কাছে ধরনা দিয়ে বেড়াচ্ছেন। সরকারের সঙ্গে সংলাপে বসার জন্য বিদেশি প্রভুদের কাছে ধরনা দিচ্ছেন। এই তাদের ক্ষমতা, আর তিনারা আমাদের সরকার পতন ঘটিয়ে দেবেন? বাংলার মানুষ জানে, আওয়ামী লীগ সরকারকে বিএনপি-জামায়াতের মতো সংগঠন পতন ঘটানো তো দূরের কথা কিছুই করতে পারবে না। তাঁদের কর্মীদের ধরে রাখার জন্য এখন এ ধরনের ছল-চাতুরির আশ্রয় নিয়ে এ ধরনের কথাবার্তা বলছেন। এটা নিয়ে আমরা কখনো চিন্তিত নই। এটা ভাবনার বিষয় বলে আমরা মনে করি না।’
লেখক ও ব্লগার অভিজিৎ হত্যার বিষয়ে হানিফ বলেন, ‘২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত যা করে এসেছে, তারই ধারাবাহিকতার অংশ এটি। যেভাবে হুমায়ুন আজাদ সাহেবের হত্যাকারীদের খুঁজে বের করে আমরা শাস্তির বিধান করেছি, অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত আছে, তাদের অবশ্যই আইনে আওতায় এনে বিচার তরে আমরা কঠোর শাস্তি দেব।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি-জামায়াত এরা এখন মুদ্রার এপিঠ ওপিঠ। এ দুটি দলই ৭১-এর পরাজিত শক্তির দ্বারা পরিচালিত। ৭১-এর পরাজিত শক্তি পাকিস্তানের মূল লক্ষ্যই হচ্ছে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। বাংলাদেশের রাজনীতিতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এ দেশের অগ্রগতিকে থামিয়ে দেওয়া।’ তিনি আরো বলেন, এদের কর্মসূচির প্রতি জনগণের কোনো সমর্থন নেই। আর এ জন্যই সাধারণ মানুষের ওপর পেট্রলবোমা মেরে তাদেরকে হত্যা করে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।
এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।