জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী পাখিমেলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৩ বারের মতো আয়োজন করা হয়েছে পাখিমেলার। আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) প্রধান নির্বাহী ইশতিয়াক আহমেদ মেলার উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ২০০১ সাল থেকে এ পাখিমেলার আয়োজন করে আসছে। পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
দিনব্যাপী এ পাখিমেলার উদ্বোধনের পর পরই একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পুরো বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে। মেলায় ছিল আন্তবিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতা, শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, পাখির আলোকচিত্র ও পত্রপত্রিকা প্রদর্শনীর মাধ্যমে স্টল সাজানো প্রতিযোগিতা, পাখিবিষয়ক সচিত্র উপস্থাপনা, পাখিবিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।
এ বছর মেলায় সহযোগিতা করছে বাংলাদেশ বার্ড ক্লাব, আইইউসিএন, আরণ্যক ফাউন্ডেশন ও বন অধিদপ্তর।
প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরণ্যক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ফরিদ উদ্দিন আহমেদ, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি সাজেদা আক্তার প্রমুখ।