ভারতে ধর্ষণের ভিডিও প্রচার বন্ধে সরকারকে নোটিশ
সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণের ভিডিও ফাঁসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। এ ধরনের ঘটনার আশু সমাধানে কেন্দ্রীয় সরকারকে একটি নোটিশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
গতকাল শুক্রবার একটি বেসরকারি সংস্থার (এনজিও) কাছ থেকে ধর্ষণের দুটি ঘটনার ভিডিও প্রচার হওয়ার চিঠি পেয়ে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) এই নোটিশ দেন। আদালত ওই ঘটনাগুলো তদন্তে ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোকে (সিবিআই) নির্দেশ দিয়েছেন।
দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, হায়দরাবাদভিত্তিক ‘প্রাজওয়ালা’ এনজিওর পক্ষে আইনজীবী অপমা ভাট ভারতের প্রধান বিচারপতির কাছে ওই চিঠিটি পাঠান। এতে তিনি উল্লেখ করেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ধর্ষণের দুটি ভিডিও ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।
চিঠির বিষয়টি আমলে নিয়ে আদালত এ ধরনের ওয়েবসাইটের ওপর কীভাবে নজরদারি করা যায়, তা জানাতে সরকারকে আদেশ দেন।
দেশটির সর্বোচ্চ আদালতের বিচারপতি মদন বি লকুর ও ইউ ইউ ললিতের বেঞ্চ বলেন, ‘এটা খুবই বেদনাদায়ক যে তরুণরা এই ধরনের জঘন্য কাজ করছে। একই সাথে তারা এটাকে রেকর্ড করে আবার হোয়াটসঅ্যাপে পোস্ট করেও পার হয়ে যাচ্ছে। আমাদের অপরাধীদের ন্যায়বিচারে আনার প্রক্রিয়া কীভাবে ব্যর্থ হয়েছে, এটা তারই ইঙ্গিত দিচ্ছে। এর ফলে অপরাধীরা অপরাধ করে তাঁর এই কুকর্মের কথা প্রচারও করতে পারছে।’
বিচারকদ্বয় আরো বলেন, ‘এটা (ধর্ষণের ভিডিও ফাঁস) মারাত্মক উদ্বেগের বিষয়। (প্রতিরোধে) কিছু করা দরকার। আমরা এ ধরনের ভিডিও ওয়েবসাইটে প্রচার হতে দিতে পারি না।’