তহবিল সংকটে ভারত-বাংলাদেশ রেল প্রকল্প
আগরতলার সঙ্গে আখাউড়ার সংযোগ স্থাপনকারী ভারত-বাংলাদেশ রেল প্রকল্প তহবিল সংকটে পড়েছে। এ প্রকল্পে ভূমি অধিগ্রহণের জন্য এখন পর্যন্ত কোনো বরাদ্দ দেওয়া হয়নি।
রেল বাজেটের প্রতিক্রিয়ায় ত্রিপুরার পরিবহনমন্ত্রী মানিক দে আজ শনিবার এনডিটিভিকে এ কথা বলেন। তিনি বলেন, ‘আগরতলার সঙ্গে আখাউড়ার সংযোগকারী ১৫ কিলোমিটার দীর্ঘ রেলপথটি দ্রুত শেষ করতে অনেক দিন ধরেই দাবি জানিয়ে আসছি, যাতে করে দুই দেশের লোকজনই প্রতিবেশী দেশে ভ্রমণ করতে পারে। কিন্তু রেল বাজেটে ভূমি অধিগ্রহণের জন্য কোনো অর্থ বরাদ্দ রাখা হয়নি। এতে এ প্রকল্প বাস্তবায়নে আরো দেরি হবে।’
মানিক দে বলেন, প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ২৭১ কোটি রুপি। বাংলাদেশ ও ভারত অংশে ১০০ একর ভূমি অধিগ্রহণের জন্য আরো ৩০২ কোটি রুপি দরকার। তিনি জানান, ১৫ কিলোমিটার এ রেলপথের পাঁচ কিলোমিটার পড়েছে ভারত অংশে। বাকি ১০ কিলোমিটার বাংলাদেশ অংশে।
কলকাতা থেকে শিলিগুঁড়ি করিডর দিয়ে আগরতলা যেতে এক হাজার ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। বাংলাদেশের ভেতর দিয়ে যাতায়াত করতে পারলে ৩৫০ কিলোমিটার পথ কমবে।