আত্মহত্যার প্রবণতা রোধে ফেসবুক
আত্মহত্যা-প্রবণ মানুষ সব সময়ই চায় একটু সঙ্গ। বাঁচার ইচ্ছা সবারই থাকে। তাই শেষ সময় পর্যন্ত মানুষ কিছু না কিছু আঁকড়ে ধরে বাঁচতে চায়। আর বেঁচে থাকার এই ইচ্ছাটাকেই গুরুত্ব দিচ্ছে ফেসবুক।
আমাদের জীবনের অনেক কিছুর সাথেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ফেসবুক। দৈনন্দিন নানা কিছু আমরা ভাগাভাগি করি আমাদের প্রোফাইলে। এবার ফেসবুক আরো বেশি ব্যবহারকারীবান্ধব হয়ে উঠছে।
আত্মহত্যার প্রবণতা রোধে ফেসবুক চালু করতে যাচ্ছে নতুন একটি অপশন। যাতে আপনি আপনার কোনো বন্ধুর পোস্ট দেখে যদি মনে হয় সে আত্মহত্যা করতে পারে তাহলে সেটা ফেসবুকে রিপোর্ট করতে পারেন। সাথে কাউকে সাজেস্ট করতে পারেন যার সাথে কথা বললে তাঁর আত্মহত্যা প্রবণতা কমে যেতে পারে। সেটা হতে পারে কোনো বন্ধু বা কোনো মনোচিকিৎসক বা স্বেচ্ছাসেবী।
আপনার রিপোর্টের ওপর ভিত্তি করে আপনার বন্ধুর প্রোফাইল যাচাই বাছাই করে দেখবে ফেসবুক। যদি তারা মনে করে আপনার বন্ধু আসলেই আত্মহত্যাপ্রবণ, তাহলে তাকে অনুপ্রেরণামূলক নোটিফিকেশন পাঠানো শুরু করবে ফেসবুক। যেমন : জীবন অনেক সুন্দর, বেঁচে থাকাটাই সৌন্দর্য উপভোগের একমাত্র উপায়।
প্রতিদিনই তাকে কিছু না কিছু উৎসাহমূলক নোটিফিকেশন দেওয়া হবে। সেই সাথে আপনার সাজেস্ট করা ব্যক্তি বা প্রতিষ্ঠানের কথা তাঁকে বলা হবে, যাতে সে চাইলে তাঁদের সাথে কাউন্সেলিং করতে পারে।
আর আত্মহত্যার প্রবণতা রোধে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে এমন বিভিন্ন সংগঠনের সাথে মিলে একসাথে কাজ করবে ফেসবুক। কারণ আত্মহত্যার মতো গুরুতর মানসিক সমস্যা পেশাদারিত্বের সাথেই সমাধান করতে চায় ফেসবুক কর্তৃপক্ষ।