রম্য
ফেসবুকে বেশি লাইক পাওয়ার যত কৌশল
আজকাল ফেসবুকে আইডি নেই, এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। ফেসবুকে সবাই বেশি বেশি ‘লাইক’ পেতে চায়। যারা কম লাইক পায়, তাদের জন্য বেশি লাইক পাওয়ার কয়েকটি কৌশল জানাচ্ছেন হাস্যরস প্রতিবেদক।
১. ‘ইন আ রিলেশন্সশিপ’, ‘প্রেমের যাত্রা শুরু’, ‘বিয়ে করছি’ এসব লিখে যত পোস্ট দেওয়া হয়, সেগুলোতে বিপুলসংখ্যক লাইক পড়ে বলে এক অপ্রকাশিত গবেষণায় দেখা গেছে। আপনিও এসব লিখে পোস্ট দিতে পারেন।
২. যাঁরা সেলিব্রেটি কিংবা যাঁরা সাংবাদিক, লেখক, অভিনেতা এ ধরনের মানুষ ফেসবুকে অন্যকে লাইক দিতে আগ্রহী নন। তাই এ ধরনের মানুষকে ফ্রেন্ডলিস্টে যুক্ত না করাই ভালো। ফ্রেন্ডলিস্টে সাধারণ ফেসবুকারদের যুক্ত করতে হবে, এরা সবাইকে লাইক দেয়।
৩. আপনার ফ্রেন্ডলিস্টে যদি সরকার সমর্থক লোক বেশি থাকে, তবে সরকারের গুণগান গেয়ে বেশি পোস্ট দেবেন। আর যদি বিরোধী সমর্থক লোক বেশি হয়, তবে বিরোধীদের গুণগান গেয়ে বেশি পোস্ট দেবেন। এতে সরকার বা বিরোধীরা আপনার পোস্টে প্রচুর লাইক দেবে।
৪. ফেসবুকে যা লিখবেন, তা যেন খুব দীর্ঘ না হয়। কারণ ফেসবুকাররা উড়নচণ্ডী প্রাণী, দীর্ঘ পোস্ট পড়তে চায় না। তাই সংক্ষিপ্ত পোস্ট দিলে বেশি লাইক পাওয়ার সম্ভাবনা থাকে।
৫. জনপ্রিয় কোনো ব্যক্তির সঙ্গে ছবি তুলে সেটা ফেসবুকে পোস্ট করুন। এরপর শুধু লাইক আর লাইক আসতে থাকবে।
৬. ইস্যু বুঝে পোস্ট দিতে হবে। যখন যে ইস্যু আলোচিত হবে, তখন সে ইস্যুতে পোস্ট দেবেন। তবে খেয়াল রাখতে হবে, ইস্যুর পক্ষে জনসমর্থন বেশি হলে আপনার পোস্টও পক্ষে হবে; আর বিপক্ষে জনমত বেশি হলে আপনার পোস্টও বিপক্ষে হবে।
৭. নিজের প্রেমিকা বা বউয়ের সঙ্গে যুগল ছবি পোস্ট করতে হবে। এসব ছবিতে বেশি সংখ্যক লাইক পড়ে।