টার্মিনালে দুই পথচারীকে চাপা দিল বাস
রংপুরে যাত্রীবাহী বাসের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মিঠাপুকুর উপজেলার আফজালপুর গ্রামের বাসিন্দা হাসিনা বেগম (৩২) ও নগরীর বড়বাড়ী হিন্দুপাড়ার দুলাল চন্দ্র রায় (৪৫)।
এ ঘটনায় ওই বাসের ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল।
জানা যায়, দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে বেপরোয়া গতিতে বাসটি ছুটে আসছিল। এ সময় বাসটি দুই পথচারীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই পথচারীর মৃত্যু হয়।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ চালান। ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।