ভারতে সোয়াইন ফ্লুতে মৃত সহস্রাধিক
ভারতে ভয়াবহ আকার ধারণ করেছে সোয়াইন ফ্লু ভাইরাসসৃষ্ট রোগ। এখন পর্যন্ত এই রোগে মৃতের সংখ্যা এক হাজার ৭৫ জন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ২০ হাজার মানুষ।
ভারতের কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতির সূত্রে গতকাল সোমবার এনডিটিভি জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এইচ১এন১ ভাইরাসে (সোয়াইন ফ্লু) আক্রান্ত হয়ে এক হাজার ৭৫ জন মারা গেছেন। আক্রান্ত রাজ্যগুলোর মধ্যে রাজস্থান ও গুজরাটের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করা হয় এই প্রতিবেদনে।
এনডিটিভির সূত্রানুযায়ী সোমবার পর্যন্ত গুজরাটে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬৫ জন। অন্যদিকে রাজস্থানে ২৬১, মধ্যপ্রদেশে প্রায় দেড় শতাধিক মানুষ এবং মহারাষ্ট্রে প্রায় দেড়শ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
তেলেঙ্গানা রাজ্যে সোয়াইন ফ্লুতে মারা গেছেন ৫৭ জন। পাঞ্জাবে ৪২ জন, রাজধানী দিল্লিতে ১০, কর্ণাটকে ৪৬, হরিয়ানায় ২১, অন্ধ্রপ্রদেশে ১২, পশ্চিমবঙ্গে ৯, হিমাচল প্রদেশে ৮, জম্মু-কাশ্মীরে ৭ জন এবং কেরালায় ৭ জন এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ছাড়া প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা।
ভারতের স্বাস্থ্যমন্ত্রী জে পি নন্দা দেশটির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভারত সরকার সোয়াইন ফ্লু নিয়ন্ত্রণে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। সোয়াইন ফ্লু ভাইরাস বছরের এ সময়েই সবচেয়ে বেশি ছড়ায়, যা এ বছর প্রায় মহামারী আকার ধারণ করেছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যাঁরা মারা গেছেন, তাঁদের একটা বড় অংশ আগে থেকেই অন্যান্য রোগে আক্রান্ত ছিল। এমন তথ্যও আসছে, অনেকে না বোঝার ফলে অনেক দেরিতে চিকিৎসা করাতে এসেছেন। এ ছাড়া ভারতের প্রতিটি রাজ্যেই সোয়াইন ফ্লুর ওষুধ ‘ট্যামিফ্লু’ পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী।