আইএসের দখলে থাকা কিছু অঞ্চল নিয়ন্ত্রণে নিল ইরাক
জঙ্গিগোষ্ঠী আইএসের দখলে থাকা কিছু অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে ইরাকের সরকারি বাহিনী। অভিযানে প্রায় ৩০ হাজার সেনাসদস্য অংশ নেয়। ইরাকি বিমানবাহিনীও আকাশ থেকে হামলা চালায়।
বিবিসি জানিয়েছে, ইরানের রেভল্যুশনারি গার্ডের একজন কমান্ডার অভিযানে অংশ নিচ্ছেন। গত বছর জুন মাসে বাগদাদের উত্তরে তিকরিত শহর আইএসের দখলে চলে যায়।
নিরাপত্তা বাহিনী বিবিসিকে জানিয়েছে, সরকারি সেনাসদস্যরা তিকরিত ইউনিভার্সিটির কাছে আল-তিন ও আল-আবিদ নামে দুটি শহর নিয়ন্ত্রণে নিয়েছে। এর আগে আল-দুর, আল-আলম ও কাদিসিয়া অঞ্চলেও লড়াইয়ের খবর পাওয়া গেছে।
সেনা ও মেডিকেল সূত্র জানিয়েছে, লড়াইয়ে পাঁচ সেনাসদস্য ও ১১ মিলিশিয়া যোদ্ধা নিহত হয়েছেন। পেন্টাগন জানিয়েছে, যুক্তরাষ্ট্র অভিযানের সমর্থনে কোনো বিমান হামলা চালাচ্ছে না। গত রোববার ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি অভিযানের ঘোষণা দেন। এর পর হাজার হাজার সেনাসদস্য ও মিলিশিয়া যোদ্ধা সামারার কেন্দ্রীয় শহরে জড়ো হয়।