সোশ্যাল মিডিয়ায় সিনহুয়ার নবযাত্রা
দীর্ঘদিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো থেকে দূরে থাকার পর অবশেষে নতুন করে নিজেদের যাত্রা শুরু করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া। ফেসবুক, টুইটার ও ইউটিউবে তাদের অ্যাকাউন্টগুলো সক্রিয় করা হয়েছে এবং এসব অ্যাকাউন্টের মাধ্যমে এখন থেকে ইংরেজিতে আপডেট দেওয়া হবে। সিনহুয়ার নিজস্ব সাইটেই এ খবর দেওয়া হয়।
‘নিউ চায়না’ নামে চালু হওয়া এই অ্যাকাউন্টগুলো এক বছর ধরে পরীক্ষামূলকভাবে চালু রেখেছিল সিনহুয়া। এখন থেকে পুরোদমে চালু করা হয়েছে অ্যাকাউন্টগুলো। সোশ্যাল মিডিয়ায় সিনহুয়াকে আপডেট রাখার জন্য এ ক্ষেত্রে বিশেষজ্ঞ ১০০ সাংবাদিককে দায়িত্ব দেওয়া হয়েছে। যোগ্যতার ভিত্তিতে তাদের সিনহুয়ার বিভিন্ন বিভাগ ও ব্যুরো অফিস থেকে নির্বাচিত করা হয়েছে।
সিনহুয়ার খবর ছাড়াও এসব অ্যাকাউন্টের মাধ্যমে ছবি এবং ভিডিও শেয়ার করা হবে। বিশ্বকে চীনের বিভিন্ন অগ্রগতির খবর জানানোর জন্যই সিনহুয়ার এই উদ্যোগ বলে জানিয়েছেন সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি আরো জানান, একটি আন্তর্জাতিক গণমাধ্যম হিসেবে সিনহুয়া আরো বেশি মানুষের সঙ্গে সংযুক্ত থাকতে চায়। সে জন্যই সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি বাড়ানো হয়েছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বিশ্বব্যাপী তাদের কার্যক্রম পরিচালনা করে। রাজধানী বেইজিংয়ে এর সদর দপ্তর অবস্থিত। চীনের ভেতরে বিভিন্ন প্রদেশে সিনহুয়ার ৩১টি ব্যুরো অফিস রয়েছে। আর বিশ্বব্যাপী ১৮০টি ব্যুরো অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে তারা।
সিনহুয়ার ফেসবুক, টুইটার ও ইউটিউব পেজ লিংক ।