ধর্ষকের ভিডিওচিত্র সম্প্রচার বন্ধে দিল্লি আদালতের নির্দেশ
নয়াদিল্লিতে বাসে তরুণী ধর্ষণের ঘটনায় মৃত্যুদণ্ড পাওয়া বাসচালক মুকেশ সিংয়ের সাক্ষাৎকার সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছেন ভারতের একটি আদালত।
বিবিসি জানিয়েছে, ব্রিটিশ নির্মাতা লেসলি উডউইন ‘ইন্ডিয়াস ডটার’ নামে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন। এতে তিনি ওই ধর্ষক মুকেশের সাক্ষাৎকার নিয়েছেন। এতে ধর্ষক বলে, ‘মেয়েটির বাধা দেওয়া উচিত হয়নি। তাঁর উচিত ছিল চুপচাপ থাকা। তাহলে ধর্ষণ শেষে ছেড়ে দিতাম।’ লেসলির সাক্ষাৎকারটি প্রকাশ হওয়ার পর ভারতজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দিল্লির পুলিশপ্রধান বিএস বাসসি বলেন, ‘এটি (তথ্যচিত্র) প্রদর্শন না করতে আমরা ভারতের সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি।’
তথ্যচিত্র নির্মাতা লেসলি উডউইন এনডিটিভিকে বলেন, ‘তথচিত্রে সমাজে বিদ্যমান অসুখটা দেখানোর চেষ্টা করা হয়েছে, ধর্ষককে নয়।’
২০১২ সালের ১৬ ডিসেম্বর ২৩ বছর বয়সী তরুণীটি বন্ধুর সঙ্গে সিনেমা দেখে বাসে করে বাড়ি ফিরছিলেন। এ সময় বাসে থাকা চালকসহ ছয় যাত্রী বন্ধুটিকে মারধর করে বাস থেকে ফেলে দেয় এবং ওই তরুণীকে ধর্ষণ করে। এ ঘটনায় চারজনকে মৃত্যুদণ্ড দেন আদালত। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান ওই তরুণী।