আম আদমি পার্টিতে ভাঙনের সুর
ক্ষমতায় যাওয়ার মাত্র কিছুদিনের মধ্যেই ভারতের জনপ্রিয় আম আদমি পার্টির (এএপি) মধ্যে ভাঙনের সুর দেখা দিয়েছে। ইতোমধ্যে দুই শিবিরে ভাগ হয়ে গেছেন দলের নেতারা। এরই ধারাবাহিকতায় দলের দুই সদস্যের ক্রমাগত আক্রমণের মুখে অতিরিক্ত কাজের চাপ দেখিয়ে আম আদমি পার্টির শীর্ষ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ বুধবার সকালে এএপির জাতীয় নির্বাহী পরিষদে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
এদিকে, দলের প্রতিষ্ঠাতা ওই দুই সদস্য যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণকে এএপির নীতিনির্ধারক প্যানেল থেকে সরিয়ে ফেলা হতে পারে বলে শোনা যাচ্ছে।
এনডিটিভি জানিয়েছে, পদত্যাগপত্রে কেজরিওয়াল লিখেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার কারণে তাঁর কাজের পরিমাণ অনেক বেড়ে গেছে। এ অবস্থায় এএপির দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করতে পারছেন না।
এ নিয়ে এক সপ্তাহে তিনি দুবার পদত্যাগপত্র পাঠালেন। ধারণা করা হচ্ছে, এটিও বাতিল করা হবে। তবে ওই দুই সদস্যের দল থেকে বাদ পড়া প্রায় নিশ্চিত হয়ে গেছে।
গতকাল মঙ্গলবার এক টুইটে কেজরিওয়াল লিখেছেন, ‘দলে এখন যা হচ্ছে, তাতে আমি গভীরভাবে ব্যথিত ও মর্মাহত...এই কুৎসিত যুদ্ধে অংশ নিতে আমি অস্বীকৃতি জানাচ্ছি।’
আম আদমি পার্টির দুই শিবিরের মধ্যকার নেতৃত্ব নিয়ে চলা এই নীরব যুদ্ধের কথা কিছুদিন ধরেই বিভিন্ন মাধ্যমের সূত্রে বাতাসে উড়ছিল।
এএপির বৈঠকের আগে দলের এক শীর্ষ নেতা এনডিটিভিকে বলেন, ‘যেকোনো ধরনের মিটমাটের জন্য এখন অনেক দেরি হয়ে গেছে।’
যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণের বিরুদ্ধে অরবিন্দ কেজরিওয়ালকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। তাঁদের মধ্যে প্রশান্ত ভূষণ এনডিটিভিকে বলেছেন, তাঁর এবং কেজরিওয়ালের মধ্যে এক ধরনের যোগাযোগ বিচ্ছিন্নতার ঘটনা ঘটেছে। এএপি ক্রমে একজনের দল হয়ে উঠছে বলেও অভিযোগ করেন তিনি। এমনকি নির্বাচনী রাজনীতির জন্য কেজরিওয়াল দলের মূলনীতির সঙ্গে আপস করতেও প্রস্তুত ছিলেন বলে অভিযোগ করেন প্রশান্ত।
এদিকে, বৈঠকে যোগ দেওয়ার আগে যোগেন্দ্র এক টুইটারবার্তায় লিখেছেন, ‘আমরা দলকে ভাঙতে চাই না বা পদত্যাগ করতে চাই না। আমরা নিজেদের এবং অন্যদের উন্নয়ন করব।’
একটি প্রাকৃতির চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিতে ১০ দিনের জন্য আগামীকাল বেঙ্গালুরু যাচ্ছেন ৪৬ বছর বয়সী কেজরিওয়াল। দলের একটি সূত্র জানিয়েছে, তিনি কাশি এবং রক্তে উচ্চমাত্রার শর্করার সমস্যায় ভুগছেন। এ ছাড়া আজকের বৈঠক তিনি ইচ্ছাকৃতভাবেই এড়াচ্ছেন বলে দলের ওই সূত্র এনটিভিকে জানিয়েছে।