কুষ্টিয়ায় শুরু হলো পাঁচ দিনব্যাপী লালন স্মরণোৎসব
‘এই মানুষে আছে রে মন, যারে বলে মানুষ রতন’ লালন ফকিরের এই বাণী সামনে নিয়ে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়ীতে শুরু হলো পাঁচ দিনব্যাপী লালন স্মরণোৎসব। বুধবার দিবাগত রাতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসবের উদ্বোধন করা হয়।
লালন স্মরণোৎসব উপলক্ষে বুধবার রাত সাড়ে ৮টার দিকে আখড়াবাড়ীর মূল মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। তিনিই লালন স্মরণোৎসবের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর বিজিবির রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মো. শহীদুল ইসলাম। কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তার, লালন একাডেমির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম হক।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে লালনের জাতহীন মানবধর্ম, তাঁর জীবন-কর্ম, ধর্ম-দর্শন, মরমিসংগীত ও চিন্তা-চেতনা নিয়ে আলোচনা করেন লালনগবেষক অধ্যাপক রবীন্দ্রনাথ বিশ্বাস। আরো আলোচনা করেন লালন মাজারের প্রধান খাদেম মহম্মদ আলী।
আলোচনা শেষে মূল মঞ্চে লালন একাডেমির শিল্পীদের দলীয় সংগীতের মাধ্যমে শুরু হয় সংগীতানুষ্ঠানের। রাতভর চলে এই সংগীতানুষ্ঠান। আগামী ৮ মার্চে লালন স্মরণোৎসব শেষ হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হরতাল-অবরোধের মধ্যেও লাখো লালনভক্ত অনুরাগী, অনুসারী আর দর্শনার্থীরা ভিড় করছেন এই ভবের হাটে।
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পাঁচ দিনব্যাপী লালন স্মরণোৎসবকে ঘিরে তিন স্তরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।