হবিগঞ্জে বাছিত হত্যায় দুজনের মৃত্যুদণ্ড
হবিগঞ্জে বাছিত চৌধুরী হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নাছিম রেজা এ রায় দেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন জেলার আজমিরীগঞ্জ উপজেলার সাকিউর চৌধুরী ও গাজিউর চৌধুরী।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৯ জুন রাত ১০টার দিকে শিবপাশা গ্রামের মৃত বদিউজ্জামান চৌধুরীর ছেলে বাছিত চৌধুরীকে বাড়ি থেকে তুলে নিয়ে গ্রামের মুন্সিহাটিতে নিয়ে যান একই এলাকার সাকিউর চৌধুরী ও গাজিউর চৌধুরী। পরে তাঁরা বাছিতকে খুন করে মরদেহ হাওরের নাইয়াহারা বিলের পানির নিচে পুঁতে রাখেন।
বাছিতের কোনো খোঁজ না পেয়ে তাঁর ভাই জিশু মিয়া চৌধুরী ১৩ জুন আজমিরীগঞ্জ থানায় একটি মামলা করেন। আসামিদের গ্রেপ্তারের পর তাঁদের কথার সূত্রমতে পুলিশ ২৪ জুন বিল থেকে লাশটি উদ্ধার করে। ওই দিন জিশু মিয়া ১২ জনকে আসামি করে আজমিরীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
পরে দীর্ঘ তদন্ত শেষে আজমিরীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক সাকিউর ও গাজিউরকে মৃত্যুদণ্ডাদেশ দেন এবং অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেন।
রায় ঘোষণার সময় আসামি সাকিউর চৌধুরী আদালতে উপস্থিত থাকলেও গাজীউর চৌধুরী অনুপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন হবিগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক। তিনি এই রায়ে সন্তোষ প্রকাশ করেন।
ফারুক বলেন, যাঁরা ঘটনার আসামি ছিলেন তাঁদের বিচারক ফাঁসির আদেশ দিয়েছেন। এতে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।
রায় ঘোষণার সময় মামলার বাদী জিশু চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন। তিনিও এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।