আফগানিস্তানে বোরকা পরে পুরুষদের মিছিল
আন্তর্জাতিক নারী দিবসের দুই দিন আগে আফগানিস্তানের রাজধানী কাবুলে বোরকা পরে মিছিল করেছেন একদল পুরুষ। নারীর অধিকার বাস্তবায়নের দাবিতে আজ শুক্রবার সকালে তাঁরা এই অভিনব মিছিলটি করেন।
ব্রিটিশ গণমাধ্যম ইনডিপেনডেন্ট জানায়, আকাশি নীল রঙের বোরকা পরে ২০ জন পুরুষ নারীর অধিকারের পক্ষে বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার হাতে নিয়ে মিছিল করেন। ‘আফগান পিস ভলান্টিয়ারস’ নামে একটি সংগঠনের আয়োজনে আগামী ৮ মার্চ নারী দিবসের আগে পুরুষদের এই অভিনব মিছিলটি সবার মনোযোগ কাড়ে।
পুরুষদের এই মিছিলের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে ট্রাফিক পুলিশ জাভেদ হায়দারি (২৪) বলেন, ‘আমার পরিবারের সকল নারী বোরকা পরেন। আমি তাদের বোরকা ছাড়া বাড়ির বাইরে যেতে দিতে পারি না।’
সমাজকর্মী বশির (২৯) বলেন, আফগান পিস ভলোন্টিয়ার্স নারীদের অধিকার রাস্তায় নামিয়ে নিয়ে এসেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, পুরুষদের হাতের ব্যানরগুলোতে লেখা ‘সমতা’, ‘নারীরা কোন পোশাক পরবে তা বলে দেবেন না’, ‘প্রয়োজনে আপনি চোখ ঢেকে রাখেন’ এবং ‘আমরা সব ধরনের সহিংসতা বন্ধের কথা বলছি।’
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, পশ্চিমাদের ইন্ধনেই বোরকার বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিল। এটি নারীদের ভোলাতে পারবে না কারণ ইসলামে নারীদের অনেক অধিকার দেওয়া হয়েছে।
আফগানিস্তানে ১৯৯০ সালে ক্ষমতা দখলের পর তালেবান নারীদের বোরকা পড়া বাধ্যতামূলক করে। বোরকা পরা সত্বেও আফগানিস্তানে বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলোতে নারীরা নির্যাতন ও সহিংসতার শিকার হচ্ছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।