চাঁদপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন অটোচালকসহ আরো একজন। আহতদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার ভোররাত ৪টার দিকে উপজেলার কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের বাকিলায় এ দুর্ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।
নিহতরা হলেন এলেম হোসাইন (৪৫), আবু সুফিয়ান (৪০) ও আকরাম হোসাইন (২২)। তাঁদের সবার বাড়ি জেলার শাহরাস্তি উপজেলার উয়ারুক গ্রামে।
ওসি আলমগীর হোসেন জানান, অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী কাভার্ডভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। অটোরিকশার যাত্রীরা সম্ভবত চাঁদপুরে মাছ শিকার করতে আসছিল। দুর্ঘটনার শিকার অটোরিকশাটির ভেতর ও বাইরে মাছ শিকারের বড়শি ও জাল পাওয়া গেছে।
তবে খুব ভোরে দুর্ঘটনা ঘটায় কাভার্ডভ্যানের চালককে আটক করা সম্ভব হয়নি বলে স্থানীয়রা জানান।
আজ ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি যথাযথভাবে পালনের জন্য সরকারি ও বেসরকারি সংগঠন-প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটির সূচনাতেই এ দুর্ঘটনা ঘটল।