পত্রিকা অফিস ভাঙচুরে সাজাপ্রাপ্ত যুবলীগ নেতা কারাগারে
হবিগঞ্জে স্থানীয় একটি সংবাদপত্র কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাজাপ্রাপ্ত জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৌহিদুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তা নামঞ্জুর করে সেলিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন সেলিম।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২৮ অক্টোবর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জি কে গউছের মালিকানাধীন স্থানীয় ‘দৈনিক আজকের হবিগঞ্জ’ পত্রিকা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ২০০৭ সালের ১০ এপ্রিল পত্রিকাটির তৎকালীন মেশিন অপারেটর ও কেয়ারটেকার মিজানুর রহমান ওই ঘটনায় বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে সদর থানায় মামলা করেন। পরে সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
একই বছরের ১৪ আগস্ট আদালত ওই মামলায় জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, যুবলীগ নেতা হাসান চৌধুরী হেমসিন ও তালুকদার শাহীন প্রত্যেককে তিন বছর সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা করে জরিমানা করেন। বাকি আসামিদের খালাস দেওয়া হয়।
এরই পরিপ্রেক্ষিতে গতকাল আদালতে হাজির হয়ে আপিলের শর্তে সেলিম জামিন চাইলে বিচারক তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।