আশুগঞ্জে ট্রলারডুবি, একজনের লাশ উদ্ধার
ৱব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ছাড়া এ ঘটনায় আরো চারজন নিখোঁজ রয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আজ রোববার সকাল ৭টায় আশুগঞ্জ লঞ্চঘাট এলাকায় ট্রলারটি ডুবে যায়।
যাত্রী ও অতিরিক্ত মালামাল বহনের জন্য এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ জানান, ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
উদ্ধার হওয়া যাত্রীরা জানান, সকালে ভৈরব থেকে ছেড়ে আসা তোতা মিয়ার ট্রলারটি আশুগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতি শেষে কিশোরগঞ্জের অষ্টগ্রামের উদ্দেশে রওনা হয়। লঞ্চঘাট থেকে কিছুদূরে যাওয়ার পর ট্রলারটি এক পাশে হেলে ডুবে যায়। এতে সবাই তাড়াহুড়া করে বের হয়ে আসে। ট্রলারে ২৫ থেকে ৩০ যাত্রী ছিল বলে জানা গেছে।
যাত্রী লিটন জানান, ট্রলারের ভেতরে পাঁচ-ছয়জন যাত্রী ঘুমিয়ে ছিলেন। তাঁদের পাওয়া যাচ্ছে না। এ ছাড়া বাকিরা সাঁতরে তীরে উঠে আসেন।