শ্রীনগরে ভূমি অফিসে আগুন
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন ভূমি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আগুনে অফিসের দরজা ও জানালার কিছু অংশ পুড়ে গেছে। তবে মূল্যবান কোনো কাগজ নষ্ট হয়নি।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) সামসুজ্জামান জানান, রাতে অফিসের দরজা-জানালা থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
এর আগে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহীর চারঘাটসহ কয়েকটি জেলা-উপজেলার ভূমি অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।