সাভারে ফেটে যাওয়া গ্যাস পাইপ মেরামত হয়নি
ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও ঢাকার সাভারের ব্যাংক টাউন ব্রিজের কাছে বংশী নদীতে ফেটে যাওয়া গ্যাস পাইপলাইন মেরামত করা সম্ভব হয়নি। গতকাল রোববার দুপুর ১টার দিকে একটি ট্রলারের ধাক্কায় নদীর তলদেশ দিয়ে টানা গ্যাসের পাইপলাইন ফেটে যায়।
পাইপে ফাটলের খবর পেয়ে আজ সোমবার সকালে ঘটনাস্থলে আসেন সাভারে তিতাস গ্যাস কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী সিরাজুল ইসলাম। তিনি বলেন, নদীর পানি কমে যাওয়ায় ট্রলারের ধাক্কায় পাইপে ফাটল ধরায় বুদবুদ আকারে গ্যাস বেরিয়ে আসছে। দুর্ঘটনা এড়াতে স্থানটি ঘিরে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে।
ব্যবস্থাপক সিরাজুল ইসলাম জানান, পাইপের ফাটল মেরামতে বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তাঁরা আজ ঘটনাস্থলে আসবে।
এদিকে, খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।