চট্টগ্রামে ২৩ দোকান ভস্মীভূত, নিহত ১
চট্টগ্রামের বালুছড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩টি দোকান পুড়ে গেছে। এ সময় আগুন দেখে ভয় পেয়ে রবিউল আলম (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। আজ সোমবার ভোররাত ৪টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুদ্দিন আহমেদ জানান, ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আসবাব, কাঁচা কাঠ, মুদির দোকানসহ বিভিন্ন পণ্যের ২৩টি দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক জানান, আগুনের ভয়াবহতা দেখে স্থানীয় রবিউল আলম মারা যান। তিনি সেনাবাহিনীর অস্থায়ী কর্মচারী হিসেবে মালির কাজ করতেন।