সোনারগাঁয় আগুনে পুড়ল শতাধিক ঘর
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরের একটি মার্কেট ও একটি কলোনিতে গতকাল সোমবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানসহ শতাধিক ঘর পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে রূপালী খান মার্কেটের দুটি হার্ডওয়্যারের দোকান ও মোতালেব খান কলোনির শতাধিক ঘর পুড়ে গেছে। আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে হাজীগঞ্জ, ডেমরা ও ঢাকা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মমতাজ উদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রান্নার চুলা থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।