আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৮ ইউনিট চালু
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রের আটটি ইউনিট উৎপাদনে ফিরে এসেছে। কিন্তু একটি ইউনিট এখনো বন্ধ রয়েছে। ইউনিটগুলো উৎপাদনে ফিরে আসায় আশপাশের কয়েকটি জেলায় লোডশেডিং সহনীয় পর্যায়ে এসেছে।
বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নুরুল আলম জানান, গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বিপর্যয়ের পর আজ মঙ্গলবার ভোর ৫টার মধ্যে পর্যায়ক্রমে ইউনিটগুলো উৎপাদনে ফিরে আসে।
সার্কিট ব্রেকারের ত্রুটির কারণেই কেন্দ্রের চালু করা পাঁচটি ও চারটি ভাড়াভিত্তিকসহ মোট ৯টি ইউনিট একযোগে বন্ধ হয়ে যায় বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রকৌশলী জানান। অন্য সূত্রে জানা গেছে, ২৩০ কেভি লাইনের এফএফ সিক্স সার্কিট ব্রেকারে ত্রুটির কারণে ইউনিটগুলোতে বিপর্যয় ঘটে।