মাগুরায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের জাগলা এলাকায় এ ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপ্লব জানান, সকাল সাড়ে ১০টার দিকে বালুভর্তি পিকআপ ভ্যানকে একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় শ্রমিক নজরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।
নিহত নজরুল মাগুরা পুলিশ লাইনপাড়ার ইন্তাজ শেখের ছেলে। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।