তিস্তা-স্থলসীমান্ত চুক্তি নিয়ে মোদির পাশে মমতা
বাংলাদেশের সঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তির ব্যাপারে সহযোগিতা করবেন বলে ভারতের কেন্দ্রীয় সরকারকে আশ্বাস দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি-সংক্রান্ত বিল যেন ভারতের সংসদের দ্রুত পাস করানো যায়, সে জন্য সব ধরনের সহযোগিতা করবেন তিনি। গতকাল সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে মমতা এসব কথা বলেছেন বলে জানিয়েছে কলকাতাভিত্তিক বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা।
আজ মঙ্গলবার আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বাজেট অধিবেশনেই সংসদের দুই কক্ষে বিলটি পাস করিয়ে নিতে চায় ভারতের কেন্দ্রীয় সরকার। এটি পাস হলে এপ্রিলের মধ্যেই বাংলাদেশ সফরে আসতে চান নরেন্দ্র মোদি। আর সে সফরে সঙ্গী হিসেবে চান মমতা বন্দ্যোপাধ্যায়কেও।
বৈঠকের পর মমতা সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিস্তার পানিবণ্টন ও স্থলসীমান্ত চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। তবে তাঁদের বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হলেও ঠিক কী কথা হয়েছে, স্পষ্ট করেননি মমতা বলে জানায় আনন্দবাজার।
এর আগে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফরে এসে তিস্তা ও স্থলসীমান্ত চুক্তি নিয়ে নিজের ইতিবাচক মনোভাবের কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছিলেন মমতা।
অবশ্য কলকাতাভিত্তিক বাংলা দৈনিকটি বলছে, বাংলাদেশ ভারত স্থলসীমান্ত চুক্তির জন্য মূল বাধা হয়ে দাঁড়িয়েছিলেন আসামের বিজেপির নেতারা। তবে সম্প্রতি এক বৈঠকের পর এ চুক্তি নিয়ে নিজেদের মনোভাবও বদলেছেন তাঁরা।