চট্টগ্রামে গৃহবধূকে গলা কেটে হত্যা
চট্টগ্রামের লালখান বাজার এলাকায় রুমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে লালখান বাজারের একটি বাসায় এ ঘটনা ঘটে। রুমার পরিবারের অভিযোগ, দেবর ইয়াকুব খান তাঁকে হত্যা করেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে গলা কাটা অবস্থায় রুমাকে হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রুমার ভাই মো. সেলিম এনটিভি অনলাইনকে জানান, তাঁর বোনের স্বামী ইউনুস খান সকালে বাজারে গিয়েছিলেন। এরই মধ্যে ইউনুসের ছোট ভাই ইয়াকুব খান তাঁর বোনকে হত্যা করে। কী কারণে তাঁর বোনকে হত্যা করা হয়েছে, তা জানা নেই।