ভারতের আদালতে মনমোহনের বিরুদ্ধে সমন
কয়লা দুর্নীতি মামলায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিরুদ্ধে সমন জারি করেছেন দেশটির একটি বিশেষ আদালত। আজ বুধবার এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। মনমোহন ছাড়াও ছয় আসামির তালিকায় অ্যালুমিনিয়াম কোম্পানি হিন্ডালকো, এর চেয়ারম্যান কুমার মঙ্গলাম বিরলা ও সাবেক কয়লাসচিব পিসি পরখের নাম রয়েছে। আগামী ৮ এপ্রিল আদালতে হাজির হতে বলা হয়েছে তাঁদের।
মনমোহন সিং ও অন্যদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, দুর্নীতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে। তদন্ত সংস্থা সিবিআই আসামিদের বিরুদ্ধে বিচারযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানালে আজ আদালত তা অস্বীকার করেন।
গত বছর লোকসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের আগ পর্যন্ত মনমোহন সিং দীর্ঘ ১০ বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৫ সালে উড়িষ্যায় কয়লাখনির তালাবিরা ব্লক হিন্ডালকো কোম্পানিকে অবৈধভাবে বরাদ্দ দেওয়ার অভিযোগে গত জানুয়ারিতে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সে সময় মনমোহন সিং সরাসরি কয়লা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেন।
আদিত্য বিরলা গ্রুপের কোম্পানি হিন্ডালকোকে প্রথমবার কয়লাখনি বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত ছিল সরকারের, পরে এ সিদ্ধান্ত পরিবর্তন হয়। কোম্পানিটি দুর্নীতির বিষয় অস্বীকার করেছে, ২০১৩ সালে বিবৃতি দিয়ে খনি বরাদ্দ বিষয়টির ব্যাখ্যা দেন মনমোহন।