গাজীপুরে ট্রেনে কাটা পড়ে একজন নিহত
গাজীপুরের টঙ্গীর হায়দরাবাদ এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় একজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুল কবির জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে গতকাল রাত ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলরুটে টঙ্গীর হায়দরাবাদ এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ট্রেনে কাটা পড়ে তাঁর শরীর চার-পাঁচ টুকরো হয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। তাঁর পরনে পাঞ্জাবি ও লুঙ্গি ছিল বলেও জানান এসআই ওবায়দুল কবির।