হেফাজতের আমিরকে হাসপাতালে ভর্তি
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ আহমদ শফী বুকে ব্যথা নিয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাতে হাটহাজারী মঈনুল ইসলাম মাদ্রাসার বাসভবন থেকে আহমদ শফীকে অসুস্থ অবস্থায় নগরীর সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়।
হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী আজ বুধবার এনটিভি অনলাইনকে জানান, শফী হুজুর মানসিকভাবে শক্ত হলেও বয়সের কারণে নানা রোগে আক্রান্ত। তাঁর বুকে হঠাৎ ব্যথাসহ আরো কয়েকটি উপসর্গ দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। হেফাজতে ইসলামের আমিরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি।
আজ বুধবার হেফাজতে ইসলামের সংবাদ সম্মেলনে শাহ্ আহমদ শফীর উপস্থিত থাকার কথা থাকলেও হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি উপস্থিত হতে পারেননি। তাঁর পক্ষে লিখিত বক্তব্য পড়েন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।