নাটোরে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত
নাটোরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় জাহেদুল ইসলাম (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরেক কিশোর আহত হয়েছে। তাকে স্থানীয় পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রুহানী জানান, সকালে বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র জাহেদুল এক কিশোরকে নিয়ে মোটরসাইকেলে করে বনপাড়া বাজারের দিকে যাচ্ছিল। পথে উপজেলা পরিষদের সামনে পাবনা থেকে নাটোরগামী একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাহেদুলের মৃত্যু হয়।
ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা বনপাড়া-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।