মুনিম সমর্থকদের ঝাড়ু মিছিল, আতিককে অবাঞ্ছিত ঘোষণা
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় পার্টির সাংসদ মোহাম্মদ আবদুল মুনিম চৌধুরী বাবুর বদলে আতিকুর রহমান আতিক মনোনয়ন পাচ্ছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এতে ক্ষুব্ধ হয়ে নবীগঞ্জ উপজেলায় ঝাড়ু নিয়ে মিছিল করেছেন মুনিম চৌধুরীর সমর্থকরা। তাঁরা আতিককে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন।
আবদুল মুনিম চৌধুরী জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। আর আতিক হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি। সিলেটের দক্ষিণ সুরমার বাসিন্দা আতিক পেশায় ব্যবসায়ী। বসবাস করেন ঢাকায়। তাঁর নানার বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায়। এ সুবাদে তিনি হবিগঞ্জে জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত হন। আতিক ২০১৪ সালে জাতীয় পার্টি থেকে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন আওয়ামী লীগের প্রার্থী আবু জাহিরের সঙ্গে। এবারও তিনি এ আসনে মনোনয়ন জমা দিয়েছেন। পাশাপাশি তিনি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) ও সিলেট-৩ আসনেও দলীয় মনোনয়ন জমা দিয়েছেন।
অন্যদিকে, মুনিম চৌধুরী দশম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের হয়ে অংশ নেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পরও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী শেষ সময়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন শাহনেওয়াজ মিলাদ গাজী। এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শাহনেওয়াজ।
হবিগঞ্জ-১ আসনে আতিকের নির্বাচন করার খবর পেয়ে সোমবার সন্ধ্যার পর উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নবীগঞ্জ শহরে ঝাড়ু মিছিল করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ওসমানী রোডে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
উপজেলা জাপার আহ্বায়ক ডা. শাহ আবুল খায়েরের সভাপতিত্বে ও সদস্য সচিব এমরান মিয়ার পরিচালনায় বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টি নেতা চরিত্র মোহন দেবনাত, শাহ ফারছু মিয়া, ভুলা দাশ, তজমুল মিয়া, মুজেফর আলী, চানফর মিয়া, আলাউদ্দিন, সিদ্দিক আলী, আবদুল হান্নান খান, অলিদুর রহমান, আবদুল হান্নান চৌধুরী, জাহান আহমদ, উপজেলা যুবসংহতির আহ্বায়ক নুরুল আমীন পাঠান ফুল মিয়া, যুগ্ম আহ্বায়ক মুজাহিদ আহমদ শাহিন, আহমদ রেজা, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মিলাদ হোসেন সুমন, পৌর যুবসংহতির সভাপতি নিউটন সূত্রধর, সাধারণ সম্পাদক নূর মিয়া, উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক স্বপন চৌধুরী, সদস্য সচিব নিয়ামুল করিম অপু, পৌর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি খালেদ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মৌলদ হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক আবদুল কাহার প্রমুখ।
প্রতিবাদ সভায় নেতাকর্মীরা আতিকুর রহমান আতিককে অবাঞ্ছিত ঘোষণা করেন। তাঁরা এ আসনে বর্তমান সাংসদ মুনিম চৌধুরী বাবুকে প্রার্থী করার দাবি জানান।