অভিনয় করি আন্তরিকভাবে : মিশু সাব্বির
এনটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘একদিন ছুটি হবে’। ফারুক হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ।
নাটকটিতে সানী চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির। নাটকটির চরিত্র ও কাজের অভিজ্ঞতা নিয়ে মিশু কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে।
প্রশ্ন : সানী চরিত্রটির সঙ্গে আপনার কি কোন মিল আছে?
উত্তর : নাটকে সানী বাড়ির ছোট ছেলে। সবসময় মিথ্যা কথা বলে সে। মিথ্যা কথা এমনভাবে বলে যা সবাই অনেক বিশ্বাস করে। নাটকে সে এটা সিরিয়াসলি বলে। বাস্তবে আমি আমার পরিবারের সঙ্গে কখনই মিথ্যা কথা বলি না।
প্রশ্ন : নাটকে আপনার বড় ভাই চঞ্চল চৌধুরীর সঙ্গে আপনার সম্পর্ক কী রকম?
উত্তর : আমি তাঁকে সবসময়ই মিথ্যা বলি। কিন্তু নাটকের শুটিংয়ের অবসরে সব সিনিয়র শিল্পীর সঙ্গে গল্প করি। গল্পগুলো গালগল্প নয়। আমি সবসময় চেষ্টা করি তাদের কাছ থেকে ভালো কিছু শিখতে।
প্রশ্ন : ‘একদিন ছুটি হবে’ নাটকের চিত্রনাট্য আপনার কেমন লাগছে?
উত্তর : ফারুক ভাই সবসময় গতানুগতিক ধারার বাইরে গল্প নিয়ে চিত্রনাট্য লিখেন। এই নাটকও সেই রকম। গল্পটি অনেক মজবুত। চিত্রনাট্যেও ভিন্নতা আছে। নাটকে মামা-ভাগ্নের বানিয়ে কথা বলার অনেক দৃশ্য রয়েছে সংলাপগুলোও অনেক চমৎকার।
প্রশ্ন : ‘একদিন ছুটি হবে’ নাটকটি প্রচারের সময় আপনি কি দেখেন?
উত্তর : সবসময় দেখা হয় না। মাঝে মাঝে দেখি। নাটক দেখার সময় নিজের ভুলগুলো ধরার চেষ্টা করি। অভিনয় অনেক আন্তরিকতা নিয়ে করি। দর্শকদের সামনে নিজেকে সবসময় নতুন ভাবে তুলে ধরতে চাই।