নওগাঁয় পৃথক স্থানে একই ট্রাকের চাপায় নিহত ২
নওগাঁয় একই ট্রাকের চাপায় পৃথক স্থানে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ডাক্তারের মোড় ও মহাদেবপুর উপজেলার আখেড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার ইকরতলা গ্রামের ইউনুছ আলীর ছেলে রিকশাচালক ফিরোজ হোসেন (৪০) ও আবু বক্কর সিদ্দিক (২০) হাপানিয়া এলাকার তাছের আলীর ছেলে।
সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) উপেন্দ্র নাথ ও মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রিকশা নিয়ে নওগাঁ শহরে আসার জন্য সকাল ৮টার দিকে ফিরোজ রাস্তার পাশে এসে দাঁড়ান। এ সময় নওগাঁ থেকে মহাদেবপুরগামী একটি ট্রাক ফিরোজকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফিরোজের। এদিকে, ওই ট্রাককে ধাওয়া করে ব্যারিকেড দিয়ে আটক করতে গিয়ে মহাদেবপুর উপজেলার আখেড়া মোড়ে ওই ট্রাকের চাপায় আবু বক্কর সিদ্দিক নিহত হন।
খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানা ও মহাদেবপুর থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করে। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানা ও মহাদেবপুর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।