আল্লামা শফী সুস্থ হয়ে বাসায়, ক্লাসও নিচ্ছেন
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ আহমদ শফী সুস্থ হয়ে চট্টগ্রামের হাটহাজারীর বাসায় ফিরে গেছেন। গতকাল বুধবার রাতে চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁকে বাসায় ফিরে যাওয়ার পরামর্শ দেন।
আল্লামা শফীর বড় ছেলে মাওলানা আনাছ মাদানী এনটিভি অনলাইনকে জানান, বুধবার রাতে তাঁকে বাসায় নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার হাটহাজারী মঈনুল ইসলাম মাদরাসায় সকাল ও দুপুরে তিনটি ক্লাস নিয়েছেন। চিকিৎসকরা তাঁকে নিয়মিত ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছেন।
এর আগে মঙ্গলবার রাতে আল্লামা শফী বুকে ব্যথা নিয়ে নগরীর সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ (সিএসসিআর) হাসপাতালে ভর্তি হন। এ জন্য ওই দিন হেফাজতে ইসলামের সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত থাকতে পারেননি। তাঁর পক্ষে লিখিত বক্তব্য পড়েন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।