নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৪২
চলমান হরতাল-অবরোধে নাশকতা পরিকল্পনার অভিযোগে খুলনা সদর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক গোলাম কবিরসহ ৪২ জনকে আটক করা হয়েছে। নগরের আটটি থানা এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে খুলনা মহানগর পুলিশ (কেএমপি)।
কেএমপির মুখপাত্র সহকারী কমিশনার শেখ মনিরুজ্জামান জানান, আটটি থানা এলাকায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত নাশকতাবিরোধী অভিযান চালিয়ে ৪২ জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে খুলনা সদর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক গোলাম কবির, বিএনপির স্থানীয় নেতা আরিফুর রহমান, কামরুজ্জামান কামরুল, মনিরুল ইসলাম, জহিরুল ইসলাম ও জসিম রয়েছে। অন্যরা বিভিন্ন মামলার পলাতক আসামি এবং সহিংস কর্মকাণ্ডে সন্দেহভাজন। আজ সকালে তাদের মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হবে।