নালিতাবাড়ীর বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মেলেনি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা থেকে উদ্ধার করা বস্তাবন্দী লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার যোগানিয়া পূর্বপাড়া এলাকার ঢাকা-নালিতাবাড়ী মহাসড়কের পাশ থেকে বস্তাবন্দী অবস্থায় এক নারীর লাশ উদ্ধা করা হয়। তবে আজ শুক্রবার বিকেল পর্যন্ত তাঁর পরিচয় জানতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে রাস্তার পাশে পড়ে থাকা একটি বস্তা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। তারা পুলিশে খবর দিলে বস্তা থেকে এক নারীর লাশ উদ্ধার করে। লাশের দুই পা কাটা ছিল।
নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন আগে অন্য কোথাও হত্যা করে লাশটি বস্তায় ভরে সড়কের পাশে ফেলে রেখেছে কেউ। লাশে পচন ধরে মুখ বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। তবে ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান রুহুল আমিন।
ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।