বোকো হারামকে মেনে নিল আইএস
নাইজেরিয়ার জঙ্গিগোষ্ঠী বোকো হারামকে সহযোগীর স্বীকৃতি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। বিবিসি জানিয়েছে, ইন্টারনেটে একটি অডিও বার্তার মাধ্যমে আইএস এই স্বীকৃতি দেয়।
অডিও টেপে আইএসের মুখপাত্র হিসেবে পরিচয় দিয়ে মোহাম্মদ আল আদনানি নামের একজন বলেন, ‘আমরা আপনাদের সুসংবাদ জানাচ্ছি। আমরা পশ্চিম আফ্রিকাতেও ইসলামী রাষ্ট্রের বিস্তার ঘটাতে যাচ্ছি। আমাদের খিলাফত ইসলাম প্রচারকারী এ জিহাদি ভাইদের আনুগত্য গ্রহণ করেছে।’
অডিও বার্তায় বোকো হারামে যোগ দেওয়ার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়।
আবু বকর আল বাগদাদির নেতৃত্বাধীন আইএস ইরাক ও সিরিয়ার কিছু অংশ নিজেদের দখলে নিয়েছে।
এর আগে গত ৭ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে আইএসের আনুগত্য মেনে নেওয়ার কথা জানায় বোকো হারাম। ওই বার্তায় সংগঠনটি জানায়, ‘আমরা খিলাফতের সঙ্গে সংহতি প্রকাশ করছি।’ আইএসের সঙ্গে একযোগে কাজ করার কথাও জানায় আফ্রিকার এই জঙ্গি সংগঠন।
২০০২ সাল থেকে বোকো হারাম নাইজেরিয়ায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। বর্তমান প্রতিবেশী অনেক দেশেও এর কার্যক্রম ছড়িয়ে পড়েছে।