ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সুনামগঞ্জের ছাতক উপজেলার আন্দাইরগাঁও-ফরিদী স্থানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। আজ শনিবার দুপুর পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. দুদু মিয়া। তিনি ছাতক উপজেলার উত্তর কুড়মা ইউনিয়নের বিয়াই গ্রামের মো. সামছুল ইসলামের ছেলে। গুরুতর আহতাবস্থায় চারজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থেকে গাছভর্তি ট্রাক উপজেলার জাউয়া বাজারে যাওয়ার পথে আন্দাইরগাঁও ফরিদী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় এলাকাবাসী আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে ঘটনাস্থলেই মো. দুদু মিয়া মারা যান।
খবর পেয়ে জাউয়াবাজার হাইওয়ে পুলিশফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান এবং নিহতের লাশ ছাতক থানায় নিয়ে যান।
এ ব্যাপারে জাউয়া হাইওয়ে পুলিশফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, স্থানীয় লোকজন নিয়ে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।